আটা ময়দা ইস্ট টক দই ছাড়াই পারফেক্ট রামেন বার্গার | Ramen Burger Recipe

আটা/ময়দা লাগছে না, আবার ইস্ট, টক দই বা বেকিং পাউডারও লাগবে না। হবে না পারফেক্ট খামির তৈরী করার জন্য ঘন্টার পর ঘন্টা নানা ধরণের প্রসেস ফলো করতে। আবার অনেক সময় নিয়ে বেক করতেও হবে না। তারপরও যদি খুব সহজেই বার্গার তৈরী করি কেমন হয় বলুন তো? একদমই আনকমন একটা বার্গার তৈরী করছি নুডুলস দিয়ে। বিদেশে এটাকে বলে রামেন বার্গার।

তৈরী করতে লাগছে -
⚪ ইন্সট্যান্ট নুডুলস ২ প্যাকেট
⚪ ডিম ২ টি
⚪ কর্ণ ফ্লাওয়ার ২ টেবিল চামুচ
এছাড়াও বার্গার সাজানোর জন্য চিকেন ললি, লেটুস, স্লাইস চীজ, পেঁয়াজের রিং নিয়েছি

➡ ঘরে সিপি স্টাইল চিকেন ললিপপ তৈরী করা শিখতে এই ভিডিওটি দেখুন