৯+ মাসের বেবিদের জন্য ২ রকমের Rice Porridge রেসিপি

আমার প্রথম বেবিটা যখন ছোটো, তখন আমি দিনাজপুরে থাকি। সেই সময় সেরেলাকের মতো তৈরী খাবারগুলি ওখানে সেরকম পাওয়া যেতো না। সেজন্য আমরা বেবি ফুডগুলি ঘরেই তৈরী করতাম, যার মধ্যে দু’টি রেসিপি আপনাদের সাথে এখন শেয়ার করছি। এই রেসিপিগুলির মূল উপকরণ হলো খুদের চাল। শহরে সমস্যা হলো সহজে খুদের চাল পাওয়া যায় না। ACI Pure কে অসংখ্য ধন্যবাদ বাজারে খুদের চাল নিয়ে আসার জন্য। এটার জন্য এই রেসিপিগুলি করা অনেক সহজ হয়ে গিয়েছে। সবচাইতে ভালো দিকটা হচ্ছে, এই খুদের চাল চিনিগুঁড়া পোলাওর চাল দিয়ে তৈরী, যেটা বেবিরা খুব সহজে digest করতে পারবে।

১ম রেসিপি তৈরী করতে লাগছে -
⚪ ০.৫ কাপ ACI Pure খুদের চাল
⚪ ঘি ০.৫ চা চামুচ
⚪ লবণ চিমটি পরিমাণ
⚪ চিনি ১ টেবিল চামুচ
⚪ আপেল ১ টুকরো
⚪ কলা ৩/৪ টুকরো

২য় রেসিপি তৈরী করতে লাগছে -
⚪ ০.৫ কাপ ACI Pure খুদের চাল
⚪ ঘি ০.৫ চা চামুচ
⚪ লবণ ০.৫ চা চামুচ
⚪ প্রয়োজন মতো গাজর
⚪ প্রয়োজন মতো আলু

〰〰〰〰〰〰〰〰〰〰〰