সরিষা মাটন কষা

ঈদে তো মাংস দিয়ে গতানুগতিক ট্রেডিশনাল রান্নাগুলি আমরা সবাই করেছি। আজকে একদম অন্যরকম একটা রেসিপি করে দেখাচ্ছি, সরিষা মাটন। আমি মাটন দিয়ে করছি, আপনারা চিকেন ছাড়া যে কোনো মাংস দিয়ে এই রেসিপিটি করতে পারেন।

আমার আজকের এই রেসিপির মতো ভিন্ন ধরণের কিছু তৈরী করে, তৈরী করার প্রণালী ও রেসিপির ছবি ফেসবুকে শেয়ার করে আমার দর্শকরাও অংশগ্রহণ করতে পারেন #TopperSweetAndMeatChallenge চ্যালেঞ্জে আর জিতে নিতে পারেন TOPPER Kitchenware এর পক্ষ থেকে আকর্ষণীয় TOPPER Kitchenware সেট!