করোনাজয়ী’র গল্প | অযান্ত্রিক | Trailer

করোনায় থমকে আছে সব। তবুও ঘুরে দাঁড়াচ্ছে মানুষ। ঘুরে দাঁড়ানোর এমন সব গল্প নিয়েই তৈরি হচ্ছে সেপনিল প্রেজেন্টস করোনাজয়ী’র গল্প। বর্তমান সময়ের অন্যতম নির্মাতা আশফাক নিপুণ তার রচনা এবং পরিচালনায় সেলুলয়েডে তুলে ধরেছেন করোনাজয়ীদের গল্প। দেখতে চোখ রাখুন মাছরাঙা টেলিভিশন-এর ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে ঈদের দ্বিতীয় দিন, রাত ৯ টায়।

#Sepnil_coronajoyee