ম্যাংগো জেলো বার | ঘরে থাকা কাঁচা বা পাকা যে-কোনো আম আর অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরী করুন

ফল খাওয়ার ব্যাপারে বাচ্চাদের একটু অনিহা থেকেই যায়, এটা তো অস্বীকার করার কিছু নেই। ওদের পছন্দ চকলেট আইসক্রিম জাতীয় খাবার। আবার যেই সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, আমাদের প্রচুর ফল-মূল খাওয়া দরকার। তাহলে এমন একটা কম্বিনেশন করলে কেমন হয়, যে ফল খাওয়াও হলো, আবার চকলেট আইসক্রিম চকলেটের ডিমান্ডও মিটলো? এখন যে আইটেমটি করে দেখাচ্ছি, এটা যে কোনো আম দিয়েই ঘরে বসে খুব সহজে তৈরী করতে পারবেন, আর তৈরী করতে আহামরি কোনো উপকরণেরও প্রয়োজন নাই। আমে প্রচুর পুষ্টিগুণ আছে যেগুলি আমাদের অনেক কাজে লাগবে বিশেষ করে এই সময়ে। তাই আমের সিজন ফুরিয়ে যাবার আগেই তৈরী করে ফেলুন ম্যাংগো জেলো বার ডেসার্ট।

তৈরী করতে লাগছে -
▶ বড় আম ৪ টি
▶ কর্ণ ফ্লাওয়ার ০.৫ কাপ
▶ চিনি ১ কাপ
▶ বিট লবণ ১ চা চামুচ