দই ছাড়াই শাহী বিরিয়ানী | একই রেসিপিতে গরু/খাসি/মুরগির মাংস দিয়ে সবচাইতে সহজে বিরিয়ানী তৈরী করা যাবে

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ঈদের দিন পরিবারের জন্য হরেক রকমের রান্না করতে চান, আর সেই আয়োজনের মধ্যে বিরিয়ানি কিন্তু আমরা অনেকেই তৈরী করতে চাই। বিরিয়ানি রান্নায় চাই অনেক আয়োজন, আর এই দুর্যোগের সময় আমরা অনেকেই বাজারে ঘুরে ঘুরে মসলা সহ অন্যান্য উপকরণ কেনাটাকে অ্যাভোয়েড করছি। সেজন্যই রেডিমেড প্যাকেট মসলা দিয়ে খুব সহজ ভাবে শাহী বিরিয়ানি তৈরী করে দেখাচ্ছি। এই রেসিপি ফলো করে খুব সহজে এবং কম সময়ে গরু, খাসি, মুরগি সহ যে কোনো মাংস দিয়ে বিরিয়ানি তৈরী করতে পারবেন।

বিরিয়ানীর মাংস প্রস্তুত করতে লাগছে -
▶ মাংস ১ কেজি
▶ দুধ ১ কাপ বাটার মিল্কে
▶ লেবু ১ টা মাঝারি সাইজের
▶ তেল ০.৫ কাপ
▶ পিঁয়াজ কুচি ১ কাপ
▶ তেজ পাতা ২ টি
▶ দারুচিনি ২ টুকরো
▶ ছোটো এলাচ ৩/৪ টি
▶ বড় এলাচ ২ টি
▶ লবঙ্গ ৪/৫ টি
▶ গোল মরিচ ৭/৮ টি
▶ আদা বাটা ১ টেবিল চামুচ
▶ রসুন বাটা ১ টেবিল চামুচ
▶ লবণ ২ চা চামুচ
▶ ACI Pure শাহী বিরিয়ানী মসলার গুঁড়ি ১ প্যাকেট

✔ প্রবাসীরা যদি খাসি/ভেড়ার মাংস দিয়ে রান্না করতে চান, মাংসের গন্ধ দূর করার জন্য একটা স্টার এনিস মসলা দিয়ে দেবেন।

বিরিয়ানীর পোলাও রান্না করতে লাগছে
▶ সুগন্ধি পোলাও এর চাল ২ কাপ
▶ দুধ ১ কাপ
▶ তেল ০.২৫ কাপ
▶ তেজ পাতা ১ টি
▶ দারুচিনি ২ টুকরো
▶ ছোটো এলাচ ২/৩ টি
▶ লবণ ১ চা চামুচ

বিরিয়ানীর শেষ অংশে লেগেছে
▶ আলু বোখারা ৪/৫ টি
▶ কিসমিস ১ টেবিল চামুচ
▶ কাঁচা মরিচ ৭/৮ টি
▶ পিঁয়াজ বেরেশতা আনুমানিক ০.২৫ কাপ
▶ ঘি ২ টেবিল চামুচ
▶ কেওড়ার জল ১ চা চামুচ

✔ গোটা গরম মসলাগুলি ACI Pure শাহী বিরিয়ানী মসলার প্যাকেটেই ছিলো। আমি খাসির মাংস নেয়ায় একটি কালো বড় এলাচ দিয়েছি। তবে চিকেন দিয়ে করলে এই মসলার দরকার নেই + এই পরিমাণ মসলায় ২ কেজি চিকেন বিরিয়ানী করতে পারবেন।

➡ ঘরে গরম মসলার গুঁড়ি তৈরী করা শিখতে এই ভিডিওটি দেখুন