বাচ্চাদের জন্য স্পেশাল ওভেন বেকড নুডুলস - মোজারেলা চিজ, স্ক্র্যাম্বলড ডিম ও সবজি দিয়ে

কোনো বিশেষ দিনে আমরা নিজেরা কি খাবো সেই পরিকল্পনা করতেই ব্যস্তা থাকি। বাচ্চাদের কথা আলাদাভাবে চিন্তা করিনা। অথচ বাচ্চাদের মুখে হাসি ফুটলে সবার আগে আমাদেরই ভালো লাগে। তাই বাচ্চাদের জন্য আমার এই বিশেষ আয়োজন, যেটা বাচ্চারাতো বটেই, সেই সাথে পরিবারের সবাই এটা ভীষণ পছন্দ করবে। তৈরী করে দেখাচ্ছি ওভেন বেকড নুডুলস, মোজারেলা স্ক্র্যাম্বল ডিম ও সবজি দিয়ে। এত্তকিছু দিয়েছি মানে বুঝতেই পারছেন, আমাদের সোনামনিদের জন্য এটা পারফেক্ট এবং হেলদি একটা মিল।

তৈরী করতে লাগছে -
▶ ইন্সট্যান্ট নুডুলস ৪ প্যাকেট
▶ ডিম ২ টি
▶ বাটার: ১ টেবিল চামুচ + ১ চা চামুচ
▶ বরবটি ০.৫ কাপ
▶ গাজর ০.৫ কাপ
▶ টমেটো ০.৫ কাপ
▶ মাশরুম ০.৫ কাপ
▶ টমেটো সস প্রয়োজন মতো
▶ মোজারেলা চিজ ০.২৫ কাপ
▶ রসুন কুচি ১ টেবিল চামুচ
▶ কাঁচা মরিচ ২/৩ টি
▶ লবণ চিমটি পরিমাণ
▶ গোলমরিচ প্রয়োজন মতো

➡ ঘরে টমেটো সস তৈরী করা শিখতে এই ভিডিওটি দেখুন