সুলতানি স্প্রিটজার | সুলতান সুলাইমানের দরবারের ভীষণ জনপ্রিয় আপেল আনার স্প্রিটজার রেসিপি

শাহী, নবাবী, রাজকীয় বাদশাহী, খাবার তো এখন বেশ কমন। আপনাদের জন্য একটু উপর লেভেলের জিনিস নিয়ে আসলাম, একদম সুলতানি। তৈরী করেছি সুলতানি স্প্রিটজার। তুর্কির ইস্তানবুলের একটি জুসবারে প্রথম খেয়েছিলাম সুলতানি স্প্রিটজার, জুসবারের বাঙ্গালি ম্যানেজার জানালেন এটা নাকি সুলতান সুলাইমানের দরবারে ভীষণ জনপ্রিয় ছিলো। অথচ তাদের তৈরি করা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, এত্ত সহজ তৈরী করা। তৈরী করার পদ্ধতি যদি এতই সহজ হয়, তাহলে সুলতানি জিনিস খাওয়ার বেয়াদবি না করে থাকা যায়!