চলুন একটু ভিন্নধর্মী কিছু খাই, যেটা তৈরী করতে এক গাদা মসলা লাগবে না। আবার ঘন্টার পর ঘন্টা কষ্ট করে রান্নাও করতে হবে না। তৈরী করছি স্মার্ট রেসিপি গার্লিক পটেটোস। এটা নতুন কোনো রেসিপি না, বড় বড় ফাইভ স্টার হোটেলে সকালের বুফে নাশতার খুব কমন একটা আইটেম গার্লিক পটেটো। গার্লিক পটেটোর সাথে একটা ডিম পোচ আর একটু সালাদ নিয়ে সেরে ফেলতে পারেন ব্রাঞ্চ (ব্রেকফাস্ট + লাঞ্চ)। আমার কথা হলো এটা খাওয়ার জন্য ফাইভ স্টার হোটেলে যেতে হবে কেনো!! একটু চেষ্টা করলেই কোনো বাড়তি ঝামেলা ছাড়াই ঘরে তৈরী করে ফেলতে পারবেন গার্লিক পটেটোর অসাধারণ এই রেসিপিটি।
তৈরী করতে লাগছে -
▶ আলু ২০০ গ্রাম আনুমানিক
▶ লবণ (আলু সেদ্ধ করতে) ১ চা চামুচ
▶ বাটার ২ টেবিল চামুচ
▶ রসুন কুচি ২ টেবিল চামুচ
▶ সয় সস ১ টেবিল চামুচ
▶ চিলি ফ্লেক্স ১ চা চামুচ
▶ অরিগ্যানো গুঁড়ি ১ চা চামুচ
▶ গোল মরিচের গুঁড়ি ০.৫ চা চামুচ
▶ পিঁয়াজের রিং প্রয়োজন মতো (আমি ১ টা বড় পিঁয়াজ নিয়েছি)
▶ রসুনের কোয়া প্রয়োজন মতো (আমি ৮/১০ টা কোয়া নিয়েছি)
⏩ আমি পরিবেশন করেছি স্ট্যার ফ্রাইড চিকেন (কোরিয়ান স্টাইলে), রেসিপির ভিডিও দেখতে পারেন এই লিঙ্কে
গার্লিক পটেটোস | ফাইভ স্টার হোটেলে সকালের বুফে নাশতার ভিন্নধর্মী সহজ রেসিপি
- Cooking Shows
- Rumana Azad
- 1-6-2020
- 05:43
- 144
Related Videos




