সিম্পল টমেটো সস | খুব সহজভাবে তৈরী করে বছর জুড়ে ভালো ভাবে সংরক্ষণ করে রাখার টিপস দিয়েছি ভিডিওতে

আমি কিভাবে কোনো রঙ, বিষাক্ত ক্যামিকেল ছাড়া টমেটো সস তৈরী করি এবং সেটা সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখি, সেটাই দেখিয়েছি এই ভিডিওতে। যারা পারফেক্টভাবে টমেটোর সস তৈরী করে সারা বছর জুড়ে সংরক্ষণ করতে চায়, আশা করছি ভিডিওটি তাদের অনেক কাজে দেবে।

তৈরী করতে লাগছে -
▶ টমেটো ২ কেজি
▶ চিনি ০.২৫ কাপ
▶ লবণ ১ চা চামুচ
▶ শুকনো মরিচের গুঁড়ি ১ টেবিল চামুচ
▶ কর্ণ ফ্লাওয়ার ২ টেবিল চামুচ
▶ ভিনেগার - ০.৫ কাপ

✔ আমি এখানে সাদা ভিনেগার (White Vinegar) নিয়েছি, যেটা আমাদের মুদি দোকানে সিরকা নামে পাওয়া যায়। আমি সবসময় এই ভিনেগার দিয়েই সস/আচার তৈরী করি।

✔ সসটি আপেল সাইডার বা অন্য ভিনেগার দিয়ে করলে হবে কি না, সেটা আমি কখনো পরীক্ষা করি নাই, তাই বলতে পারছি না।

✔ সসে সাদা ভিনেগারের বদলে লেবুর রস দিলেও হবে না।

✔ কর্ণ ফ্লাওয়ার ও কর্ণ স্টার্চ এক জিনিস না, তাই এই সসটা কর্ণ ফ্লাওয়ার দিয়েই করতে হবে।

তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক রান্নার গ্রুপ https://fb.com/groups/rumanaranna -এ শেয়ার করতে ভুলবেন না। আর এই রেসিপিটির ব্লগ পোস্ট আছে https://rumana.net/4236 ঠিকানায়।

আমার বিভিন্ন ভিডিওর প্লে লিস্ট
⏩ বাংলাদেশী ভর্তা রেসিপি