রিফ্রেশিং মিন্ট লেমনেড | তৈরী করবেন, ঠান্ডা করবেন খেয়ে চাঙ্গা হয়ে যাবেন!!

গরম চলে এসেছে আর গরমে কিছুক্ষণ কাজ করলেই আমরা ক্লান্ত হয়ে যাই। এই ক্লান্তি দূর করতে আমরা অনেক রকমের আর্টিফিশিয়াল ড্রিঙ্ক কিনে খাই। অথচ একেবারেই কোনো ঝামেলা ছাড়া আমরা ঘরে ভীষণ রিফ্রেশিং ড্রিঙ্ক তৈরী করতে পারি। আবার ফ্রিজেও ২/৩ দিন রেখে খেতে পারি। খুবই সংক্ষেপে তৈরী করে দেখাচ্ছি রিফ্রেশিং মিন্ট লেমনেড ড্রিঙ্ক।

তৈরী করতে লাগছে -
▶ পুদিনা পাতা ১ কাপ
▶ লেবুর রস ০.২৫ কাপ
▶ চিনি ০.২৫ কাপ
▶ স্পার্কলিং ওয়াটার ১ লিটার

➡ পরিমাণগুলি একটু কম বেশী হলে কোনো সমস্যা নেই

➡ স্পার্কলিং ওয়াটার না পেলে ক্লাব সোডা ব্যবহার করতে পারেন। কোনোটাই না পেলে চিনি না দিয়ে সাদা কার্বনেটেড বেভারেজ, যেমন সেভেন আপ/স্প্রাইট দিয়েও তৈরী করতে পারেন।

তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক রান্নার গ্রুপ https://fb.com/groups/rumanaranna -এ শেয়ার করতে ভুলবেন না। আর এই রেসিপিটির ব্লগ পোস্ট আছে https://rumana.net/4119 ঠিকানায়।

আমার বিভিন্ন ভিডিওর প্লে লিস্ট
⏩ বাংলাদেশী ভর্তা রেসিপি