Bonus: ৫ মিনিটে সেমাইর ধামাকা ডেসার্ট রেসিপি যা খেয়ে বিচারকেরা বললেন খুব টেস!

আমাদের কুইক রেসিপি কুক প্রতিযোগিতায় প্রতিযোগি মনির হোসেন ও রুনা হামিদ মাত্র ৩৫ মিনিটে তাদের চিংড়ি চিচিঙ্গা ও বাসন্তি পোলাও রান্না শেষ করেন। এবং ঐ সময়ের ভেতরেই একটা অসাধারণ ডেসার্ট তৈরী করে বিচারকদের চমকে দেন, যা খেয়ে বিচারকরা বললেন “অনেক ট্যাশ”

মূল আবেদনে এই ডেসার্টের কথা উল্লেখ না থাকায় বিচারকদের মাতামত এবং প্রতিযোগিতার শর্ত মতে মূল অনুষ্ঠান থেকে এই অংশটি বাদ দেয়া হয়। কিন্তু অসাধারণ এই রেসিপিটি এখন আমাদের দর্শকদের জন্য বোনাস হিসেবে উপহার দিচ্ছি।

মনির হোসেন এর মূল ভিডিও: https://youtu.be/Scb99NSCa_w

Sponsors:
Fourth Dimension Architects & Engineers
House 77, Road 7, Sector 4
Uttara, Dhaka
☎ 02 4896 3394