কোনো লম্বা প্রিপারেশন ছাড়াই ফাঁকিবাজি কুড়মুড়ে স্ন্যাক্স

শীত হোক আর বৃষ্টি হোক, ঘরে তৈরী কুড়মুড়ে স্ন্যাক্স ছাড়া কি আর আড্ডা জমে!! কিন্তু এই শীতের ঠেলায় যারা রান্না ঘরে যেতে চাইছেন না, তাদের জন্য একদম ফাঁকিবাজি একটা স্ন্যাক্স-এর রেসিপি নিয়ে আসলাম। কোনো লম্বা প্রিপারেশন ছাড়াই কুড়মুড়ে এই স্ন্যাক্স তৈরী করতে সময় লাগবে ১০ মিনিটেরও কম। তবে শুধু আড্ডায় না, ভাত পোলাও খিচুড়ির সাথেও খেতে ভালো লাগবে কুড়মুড়ে এই স্ন্যাক্স।

তৈরী করতে লাগছে -
▶ প্রয়োজন মতো পালং শাক
▶ প্রয়োজন মতো পিঁয়াজ
▶ প্রয়োজন মতো বেসন মাখানো

➡ ঘরে বেসন তৈরী করতে এবং সঠিক ভাবে মাখানো শিখতে এই ভিডিওটি দেখুন