পেয়ারা পুদিনার রিফ্রেশিং লেমনেড - Guava Mint Refreshing Lemonade

পেয়ারার শরবত খাওয়ার অভিজ্ঞতরা কার কার আছে? না এটা পেয়ারার শরবত না বরং পেয়ার পুদিনা ও লেবু দিয়ে তৈরী অসাধারণ একটা ড্রিঙ্ক। তৈরী করতে তেমন কোনো ঝামেলাই করতে হয় না, আবার তৈরী করেও ফ্রিজে রাখা যায় ২ দিন। আগে থেকে তৈরী করে রেখে পরে মেহমানদের সার্ভ করতে পারেন, অথবা নিজেরা যখন ক্লান্ত থাকবেন তখন খেতে পারেন। যদিও এটা রাজকীয় স্বাদের বা নবাবদের বা মুখে লেগে থাকার মতো কোনো রেসিপি না, তার পরও আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ পছন্দ হবে।

তৈরী করতে লাগছে -
▶ পেয়ারা
▶ পুদিনা পাতা
▶ লেবু
▶ কাঁচা মরিচ
▶ সেভেন আপ বা স্প্রাইটের মতো সফট ড্রিঙ্ক

তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক পেজ https://fb.com/rumanaranna অথবা রান্নার গ্রুপ https://fb.com/groups/rumanaranna -এ শেয়ার করতে ভুলবেন না। আর এই রেসিপিটির ব্লগ পোস্ট আছে https://rumana.net/3517 ঠিকানায়।

আমার বিভিন্ন ভিডিওর প্লে লিস্ট
⏩ বাংলাদেশী ভর্তা রেসিপি