ওয়ান পট ঝরঝরে ভুনা খিচুড়ি - মাটন/বিফ দিয়ে | কোনো ঝামেলা ছাড়াই একই পাত্রে মাংসের পারফেক্ট খিচুড়ি

মাংস দিয়ে ভুনা খিচুড়ি খেতে আমরা সবাই ভালোবাসি। কিন্তু তৈরী করার আগেই ঝামেলার কথা চিন্তা করে ভয় পেয়ে যাই। মাংস রান্না করতে হবে, পোলাও রান্না করতে হবে, মিক্স করতে হবে, কত রকমের প্রসেস। অনেক সময় মনে হয় মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করা বিরিয়ানি রান্না করা থেকেও কষ্টকর