নুডুলসের টুকরিতে সবজি | নুডুলস বাকেট | নুডুলস নেস্ট - ছোট্ট সোনামনিদের জন্য ঈদের এক্সক্লুসিভ রেসিপি

ঈদের মেহমানদের নিয়ে আমাদের পরিকল্পনার অন্ত নেই। কিন্তু ছোট্ট সোনামনি মেহমানদের কথা কি আমরা কেউ ভাবছি? আমি ছোট্ট সোনামনি মেহমানদের জন্য নুডুলস দিয়ে একটা এক্সক্লুসিভ আইটেম করে দেখাচ্ছি নুডুলস-এর টুকরি। আর টুকরিগুলো ভরেছি সবজি দিয়ে। এটা খেতে এই মজা হবে যে সোনামনিরা একবার খেলে বার বার খেতে চাইবে। আমার সোনামনিরা এই রেসিপিটার জন্য পাগল, আপনারা শিখে ফেলুন, আর আমাকে অবশ্যই জানান আপনাদের সোনামনিরা খেয়ে কি মন্তব্য করলো।

তৈরী করতে লাগছে -
- ২০০ গ্রাম স্টিক নুডুলস
- কিমা ০.৫ কাপ
- সবুজ ক্যাপসিকাম ০.২৫ কাপ
- হলুদ ক্যাপসিকাম ০.২৫ কাপ
- পিঁয়াজ ০.২৫ কাপ
- মটরশুঁটি ০.২৫ কাপ
- ময়দা ০.২৫ কাপ
- শুকনো মরিচের গুঁড়ি ০.৫ চা চামুচ
- লবণ ০.৫ চা চামুচ
- ফিশ সস ১ চা চামুচ
- সয় সস ১ চা চামুচ
- রসুন কুচি ১ টেবিল চামুচ
- গোল মরিচের গুঁড়ি ০.২৫ চা চামুচ
- কাঁচা মরিচ ৩/৪ টি
- কর্ণ ফ্লাওয়ার ১ চা চামুচ
- চিনি ০.৫ চা চামুচ

বছরজুড়ে মটরশুটি সংরক্ষণের উপায়