ঝটপট ইন্সট্যান্ট নুডুলসের পাকোড়া - কোনো রকমের লম্বা প্রস্তুতি ছাড়াই তৈরী করা যায় যে কোনো সময়

ঝটপট যদি একটি পাকোড়া তৈরী করে প্রিয়জনদের চমকে দিতে চান, তাহলে এই রেসিপি আপনার জন্য পারফেক্ট। তেমন কোনো উপকরণ ছাড়াই ইন্সট্যান্ট নুডুলস দিয়ে তৈরী করা যাবে মজাদার এই পাকোড়া। ১৫ মিনিটে তৈরী করতে পারবেন যখন খেতে মন চাইবে তখন। আর মজার বিষয় হলো, উপকরণগুলি রেডি করে ফ্রিজের নরমাল অংশেও সংগ্রহ করে রাখতে পারবেন। যখন খেতে মন চাইবে, বের করে ভেজে নিলেই হয়ে গেলো। মনে করেন, সকালে প্রস্তুত করে রাখলেন আর বিকেলে ইফতারের আগে ভেজে নিলেন। একবার তৈরী করলে বার বার তৈরী করতে চাইবেন ইন্সট্যান্ট নুডুলসের পাকোড়া।

তৈরী করতে লাগছে -
- ইন্সট্যান্ট নুডুলস ২ প্যাকেট
- কর্ণ ফ্লাওয়ার ৪ টেবিল চামুচ
- ডিম ২ টি
- কাঁচা মরিচ কুচি ১ চা চামুচ
- পিয়াঁজ কুচি ০.৫ কাপ
- লবণ ০.৫ চা চামুচ
- একটু ধনে পাতা
- টেলে নেয়া জিরা গুঁড়ি ০.৫ চা চামুচ
- গোল মরিচের গুঁড়ি ০.২৫ চা চামুচ

গ্রিন সস তৈরীর রেসিপি