খুব সহজভাবে ঝটপট শাহী চিকেন রেজালা এবং চাইনিজ স্টাইলে ভেজিটেবল উইথ চিকেন - আরিফা রহমান সুমি

খুব সহজভাবে ঝটপট শাহী চিকেন রেজালা এবং চাইনিজ স্টাইলে ভেজিটেবল উইথ চিকেন রান্না করেছেন আমাদের নারায়ণগঞ্জ এর প্রতিযোগি আরিফা রহমান সুমি। আশাকরি রেসিপিগুলি আপনাদের ভালো লাগবে। রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আরিফা রহমান সুমি-কে পিপলস চয়েজ পুরস্কার জেতানোর জন্য এই ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। যত বেশী লাইক+কমেন্ট+শেয়ার হবে, জেতার সম্ভাবনা তত বেড়ে যাবে!!

কিছু তারিখ/সময় লক্ষ্য করুন-
ভিডিওটি মুক্ত করা হয়েছে: ২৪ মার্চ ২০১৯, ৩:৪৫ মিনিটে
ভোট সংগ্রহ করার সময়: ১৫ দিন
ভোট সংগ্রহ শেষ হবে: ৮ এপ্রিল ২০১৯, ৩:৪৪ মিনিটে

এই সময়ের মধ্যে ফেসবুকের প্রতিটি ভিউ+লাইক+কমেন্ট+শেয়ার এর জন্য ১ পয়েন্ট আর আর ইউটিউবের প্রতিটি ভিউ+লাইক+কমেন্ট এর জন্য ২ পয়েন্ট পাওয়া যাবে। এখানে ভোট বলতে ভিউ+লাইক+কমেন্ট+শেয়ার এর সংখ্যাকে বলা হয়েছে।

টিপস্: প্রতিযোগি যদি প্রতিটি কমেন্টের উত্তর দেয়, সেই উত্তর+তার প্রতিউত্তর মিলেও কিন্তু অনেক কমেন্ট হয়ে যাবে, যেটা আমাদের কাছে গ্রহণযোগ্য। প্রতিযোগিকে প্রতিটি কমেন্টের উত্তর দিয়ে এগিয়ে থাকার জন্য আমরা উৎসাহিত করছি।

নোট: এই পুরস্কারের জন্য যোগ্য হতে প্রতিযোগিকে তার রেসিপির ভিডিওতে অন্তত ৩০০০ লাইক যোগাড় করতে হবে। ফেসবুক ও ইউটিউব মিলিয়ে ৩০০০ হলেও হবে।

#RumanaRecipe #RumanaRanna #RumanaAzad

আমাদের অতিথি ইউটিউব চ্যানেলগুলো -
Easy Recipe BD Network: https://rumana.net/easyrecipebd/
Enjoy Amar Rannaghor: https://rumana.net/enjoyamarrannaghor/
Eti's Kitchen: https://rumana.net/etiskitchen
PustiBari: https://rumana.net/pustibari
MNJ Cooking Studio: https://rumana.net/mnjcookingstdo

আবহ সঙ্গীত
Ikson: https://soundcloud.com/ikson