ফিরে দেখা ২০১৮ - কি পেলাম গত বছরে, যে পাওয়া আমাদের পাশাপাশি আমাদের দর্শকদের, আপনাদের!!

গত একটি বছর আমরা কি করেছি আর সেখান থেকে কি পেলাম সেটা দেখছিলাম। গ্রাফ দেখে আমার মনে হলো এই নম্বরগুলি আমাদের পাশাপাশি আমাদের দর্শকদের প্রাপ্য। তাই দর্শকদের সাথে আমাদের নম্বরগুলি শেয়ার করছি। আর সাথে দর্শকদের কমন কিছু প্রশ্নের উত্তর ও কিছু কথা।