পান বিবি - পান দিয়ে বিয়ের ডালার সাজানোর জন্য একটি বিবি সাজিয়েছি

কোনো রান্নার রেসিপি না। এই বিয়ের সিজনে ভাবলাম আমার দর্শকদের একটু অন্যরকম কিছু উপহার দেই। অনেক আয়োজনের মতো বিয়ের অনুষ্ঠানে পানের ডালার মতো একটি ঐতিহ্যবাহী আয়োজন যেনো কালের স্রোতে হারিয়ে না যায় তাই দর্শকদের কাছে এর আগে নিয়ে এসেছিলাম একটি পানের ডালা সাজানোর ভিডিও। এবার ডালাটাকে ভালো একটা লুক দেবার জন্য ডালায় একটা পানবিবি তৈরী করেছি। পুরো পানবিবিকে পানের একটা জামা পড়িয়েছি, দেখতে মনে হচ্ছে একটা সবুজ পরী।

তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক পেজ https://fb.com/rumanaranna -এ শেয়ার করতে ভুলবেন না। আর এই রেসিপিটির ব্লগ পোস্ট আছে https://rumana.net/2929 ঠিকানায়।

#RumanaRecipe #RumanaRanna #RumanaAzad


Music by Ikson - https://soundcloud.com/ikson

Youtube: https://www.youtube.com/channel/UCyB3YiRU9OXJgIkRi-Z3wEA