বিয়ে বাড়ী বা গায়ে হলুদ অনুষ্ঠানের পানের ডালা সাজানো - দুই রকমের পানের খিলি ও ডালার জন্য বৌ সাজানো

কোনো রান্নার রেসিপি না। এই বিয়ের সিজনে ভাবলাম আমার দর্শকদের একটু অন্যরকম কিছু উপহার দেই। অনেক আয়োজনের মতো বিয়ের অনুষ্ঠানে পানের ডালার মতো একটি ঐতিহ্যবাহী আয়োজন যেনো কালের স্রোতে হারিয়ে না যায় তাই দর্শকদের কাছে প্রথমেই নিয়ে আসলাম পানের ডালা সাজানোর একটি ভিডিও। ভিডিওটিতে দুই রকমের পানের খিলি তৈরী করেছি, ডালা সাজিয়েছি আবার একদম দেশী স্টাইলে একটা বৌ সাজিয়েছি।

ডেকোরেশনের জন্য শুকনো নারিকেলের স্প্রিংকেল তৈরির ভিডিও পাবেন এই লিঙ্কে