পালং পনির - পালং শাক ও ঢাকাই পনির দিয়ে তৈরী পালক পনির

অনেক বাচ্চা পালং শাক খেতে চায়না আবার অনেক বাচ্চা পনির খেতে চায় না। তাদের জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট। আমাদের খাবার টেবিলে নতুন এই রেসিপিটি বেশ জনপ্রিয় হয়ে উঠছে, বিশেষ করে শীতের সময়, টাটকা পালং শাক ও পনির দিয়ে তৈরী করছি পালং পনিরের এই রেসিপিটি।

তৈরী করতে লাগছে -
- পালং শাক ২৫০ গ্রাম
- পনির ২০০ গ্রাম
- ক্রিম ২ টেবিল চামুচ
- বাটার ০.২৫ কাপ
- জিরা ০.২৫ চা চামুচ
- পিয়াঁজ ০.৫ কাপ
- টমেটো ০.৫ কাপ
- ধনে গুঁড়ি ০.৫ চা চামুচ
- জিরা গুঁড়ি ০.৫ চা চামুচ
- হলুদের গুঁড়ি ০.২৫ চা চামুচ
- কাঁচা মরিচ ৫/৬ টি
- লবণ ০.৫ চা চামুচ
- গরম মসলার গুঁড়ি ০.২৫ চা চামুচ
- রসুন কুচি ১ টেবিল চামুচ
- আদা বাটা ০.২৫ চা চামুচ

পনিরের বদলে এই চিজ গুলি দিয়েও এই রেসিপি করতে পারবেন:
Ricotta, Feta, Cottage, Halloumi, Cheddar Cheese.

গরম মসলা তৈরীর রেসিপি ভিডিও