তাওয়া চিকেন

আপনাদের কথা জানিনা, তবে আমি ঈদের পর থেকে গরুর মাংস খেতে খেতে একদম ক্লান্ত হয়ে গিয়েছি। তাই ঝটপট তৈরী করা যায় এরকম একটা চটপটা চিকেনের রেসিপি তৈরী করে দেখাচ্ছি। তৈরী করছি তাওয়া চিকেন। রেসিপিটি দেখে রান্না করবেন, ছবি তুলি বন্ধুদের পাঠিয়ে লিখবেন, "কি হিংসে হয়?"