২য় পর্ব - সিঙ্গাপুরের ফুড কোর্ট এবং খাবারের সাথে একটু পরিচিতি (কোনো রেসিপির ভিডিও না)

দুবাইতে ইফতার করেছিলাম আরবদের সাথে আর ওদের ইফতারের একটা অংশ ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেটা করার পরে আপনারা অনেকেই বলেছিলেন বিদেশী খাবার নিয়ে আমাদের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে। আমাদের যেহেতু বিভিন্ন সময় বিদেশে যাবার সুযোগ হয়, বিদেশী খাবারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে।

পরিচয় করিয়ে দেবার কাজটা কিন্তু অনেক জটিল এবং সময় সাপেক্ষ। চেষ্টা করেছি অল্প সময়ে যতটুকু বিষয় তুলে ধরা যায়। যদি আপনাদের মনে হয় এভাবে না করে অন্য কোনোভাবে বা অন্য কোনো কিছু তুলে ধরা যেতো, অনুগ্রহ করে আমাদের মন্তব্য করে জানাবেন।