ব্যালকনিতে পুদিনা ও ধনিয়া চাষ অব্যবহৃত প্লাস্টিকের কন্টেইনারের মধ্যে

আমাদের অনেকেরই অনেক রকমের শখ আছে, সেরকমই আমার দর্শক আফসানা আফরিন আপুর শখ হচ্ছে রান্নায় প্রয়োজন হয়, এরকম ছোটো ছোটো সবজি বাসার ব্যালকনিতে চাষ করা। তাও আবার আয়োজন করে টবের মধ্যে না, আমরা প্লাস্টিকের যে বোতল/জার/কন্টেইনারগুলি ব্যবহারের পরে ফেলে দি, সেগুলিকে কাজে লাগিয়ে।

গিয়েছিলাম তার কাজ দেখতে। মনে হলো দর্শকদের সাথে শেয়ার করলে দর্শকদেরও উপকার হবে। এটা দেখে এসে এখন থেকে আমি পুদিনা ও ধনিয়া পাতা আমার ব্যালকনিতেই চাষ করবো। অনেক মজার একটা আইডিয়া।

আফসানা আফরিন আপুর প্রজেক্টের ফেসবুক পেজ