ম্যাংগো মিন্ট

আমের সিজন চলছে, কত রকমের আম আমাদের বাজারে এই সময়ে। আম দিয়ে আমরা বিভিন্ন ধরণের জুস তৈরী করে থাকি তবে এখন একটা নতুন, সিম্পল আর ঝটপট তৈরী করা যায় এরকম একটা জুস তৈরী করা শিখবো। তৈরী করছি ম্যাংগো মিন্ট।

তৈরী করতে লাগছে -
- ম্যাংগো পাল্প ২ কাপ
- পুদিনা পাতা ০.৫ কাপ তবে বেশী দিলে আরও মজা লাগবে
- বরফ ১ কাপ
- প্রয়োজন মতো চিনি, আমি ২ টেবিল চামুচ দিয়েছি

ম্যাংগো পাল্প তৈরী ও সংরক্ষণ পদ্ধতি ভিডিও https://youtu.be/KV1b2exwC2g


তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক পেজ https://fb.com/rumanaranna -এ শেয়ার করতে ভুলবেন না। আর এই রেসিপিটির ব্লগ পোস্ট আছে https://rumana.net/2622 ঠিকানায়।