ম্যাংগো পাল্প তৈরী ও সংরক্ষণ পদ্ধতি

অনেকে বলে আমের মন্ড, অনেকের বলে আমের কাথ, যে যাই বলুক এটা আম দিয়ে কোনো কিছু তৈরী করতে দরকার হয় ম্যাংগো পাল্প। বিদেশে ম্যাংগো পাল্প সবসময়ই পাওয়া যায়, আমাদের দেশেও সুপার স্টোরগুলিতে এখন ম্যাংগো পাল্প কিনতে পাওয়া যায়। তবে দাম হয় বেশী আর স্বাদ কিন্তু আমাদের দেশী আমের মতো হয়না। এই ম্যাংগো পাল্প কিন্তু খুব সহজে বাসায় তৈরী করে ফেলা যায়, একবার তৈরী করে সারা বছর এই আমের স্বাদ পাওয়া যায়।

সামনে আমি আম দিয়ে বেশ কিছু রেসিপি শেয়ার করবো, সেগুলির জন্যই ম্যাংগো পাল্প এর রেসিপিটা শেয়ার করে রাখলাম।

তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক পেজ https://fb.com/rumanaranna -এ শেয়ার করতে ভুলবেন না। আর এই রেসিপিটির ব্লগ পোস্ট আছে https://rumana.net/2614 ঠিকানায়।