পবিত্র রমযানের শেষ দিনে দুবাইতে আরবদের সাথে ইফতারি

আমরা ঈদ উৎযাপন করতে এসেছি দুবাইতে। রমযানের শেষের দিন সুযোগ হয়েছিলো একটি তাঁবুতে (এরা হোটেলকেও ইফতার টেন্ট বলে) ইফতার করার। এত্তগুলি আইটেম দেখে পুরাই মাথা নষ্ট। ভাবলাম একটু শেয়ার করি দর্শকদের সাথে যে আরবরা কি দিয়ে ইফতার করে। আচ্ছা, আরবদের সাথে আমাদের একটা মিল আছে, এরা কিন্তু ইফতারের পরে আর ভারী কিছু খায়না, হালকা ফল ফ্রুটস্ খায়। কিন্তু আবার একবারে সেহরীতে ভারী কিছু খায়। আমরাও বাসায় তাই করি।