শিশু নায়িব করিমের বাবার হাতে টাকা হস্তান্তর ও কিছু আলোচনা

বেশ কিছুদিন আগে আমরা শিশু নায়িব করিমের অসুস্থতা নিয়ে একটি ভিডিও শেয়ার করি, এবং ভিডিওটি দেখে অনেক দর্শক শিশু নায়িব করিমকে সাহায্য করতে এগিয়ে আসেন। এদের মধ্যে অনেক প্রবাসী দর্শক আমাদের কাছে সরাসরি টাকা পাঠিয়েছেন। পাঠানো অর্থগুলি সমন্বিত করে প্রথম রমযানে নায়িবের বাবার হাতে একটি চেক তুলে দেই। কিন্তু সাহায্যকারীদের মধ্যে অনেকেই জানতে চেয়েছেন নায়িব করিমের বর্তমান অবস্থা কি। তাই দ্বিতীয় চেকটি তুলে দেয়ার সময় আমরা কিছু আলোচনা করে আপনাদের সাথে শেয়ার করছি।

ভারতে নিয়ে ওর অসুখের সঠিক অনুসন্ধান করতে খরচ হবে আনুমানিক ৭০ লক্ষ টাকা। আপনারা যদি একটু সহায্য করতে পারেন, তাহলে আমার মনে হয় নায়েবের অসুখ সনাক্ত করা যাবে এবং ওকে সারিয়ে তোলা যাবে। আর্থিক সাহায্য পাঠাতে পারেন এই মাধ্যমগুলিতে -
PayPal: [email protected]

ডাচ বাংলা রকেট নম্বর 017162255242
বিকাশ (personal) নম্বর 01716225524 (এটা মা নিতু জাহিদ-এর নম্বর)
বিকাশ (personal) নম্বর 01711807294 (এটা বাবা নুরুল করিম-এর নম্বর)

এছাড়া ব্যংকে টাকা পাঠাতে পারেন:
সঞ্চয়ী হিসাব নাম্বার 1048001962483
হিসাবের নাম: Md. Nurul Karim
ব্যাংক: National Bank Ltd.
ব্যাংকের রাউটিং নম্বর: 150262530
করওয়ান বাজার শাখা, ঢাকা
Swift code: NBLBBDDH