ঝটপট লাচ্ছি তৈরীর রেসিপি - সুগার সিরাপ ছাড়াই ট্রেডিশনাল রিফ্রেশিং টেস্ট

এমন গরম পড়েছে বাহিরে যে শরীর ও মন দুটিই কাহিল হয়ে যাচ্ছে। এরকম সময় কিছু তৈরী করতেও তো ভালো লাগেনা। তাই ঝটপট একটা লাচ্ছি তৈরী করে দেখাচ্ছি। এই লাচ্ছিটা তৈরী করতে কিন্তু আমি চুলোর কাছে যাবোনা, সুগার সিরাপ তৈরী করবো না। কিন্তু টেস্ট একই থাকবে, সেই ট্রেডিশনাল রিফ্রেশিং টেস্ট।

তৈরী করতে লাগছে -
- মিষ্টি দৈ ২ কাপ
- ঠান্ডা পানি ২ কাপ
- বরফ ১ কাপ
- চিনি ২ টেবিল চামুচ
- কেওড়ার জল ০.৫ চা চামুচ

তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক পেজ https://fb.com/rumanaranna -এ শেয়ার করতে ভুলবেন না। আর এই রেসিপিটির ব্লগ পোস্ট আছে https://rumana.net/2572 ঠিকানায়।