দু'রকমের দই চিড়া - হেলদি দই চিড়া ও বগুড়ার দই চিড়া

আমরা সবসময়ই হেলদি খাবার নিয়ে কথা বলছি, কিন্তু ইফতারীর টেবিলেই দেখা যায় ভাজাভুজির পসরা। যারা সত্যই তাদের স্বাস্থ্য নিয়ে ভাবেন, তাদের জন্যই নিয়ে আসলাম দু'রকমের দৈ চিড়ার রেসিপি। হেলদি দই চিড়া তো আছেই, সাথে করেছি আমার বগুড়ার দই চিড়া। অনেকেই হয়তো ভাবছেন দই চিড়ার মধ্যে আবার নতুন কি আছে। তাদেরকেই বলছি ৫টা মিনিট সময় হাতে নিয়ে ভিডিওটি দেখবেন, আমার বিশ্বাস দই চিড়া নতুন করে খেতে বাধ্য হবেন।

তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক পেজ https://fb.com/rumanaranna -এ শেয়ার করতে ভুলবেন না। আর এই রেসিপিটির ব্লগ পোস্ট আছে https://rumana.net/2549 ঠিকানায়।

Music by Peyruis https://soundcloud.com/peyruis