ডিম পাউরুটির পিৎজা | ব্রেড এগ পিৎজা

আমার মতো অনেক কর্মজীবি আছেন যারা ইফতারের টেবিলে ভাজা-ভুজি পছন্দ করেন না। তাদের জন্যই ঝটপট একটা আইটেম তৈরী করে দেখাচ্ছি ব্রেড এগ পিৎজা। হাতে ৩৫-৪০ মিনিট সময় থাকলেই তৈরী করে ফেলা যায় চমৎকার এই আইটেমটি। রান্নাঘরে যাবার ঝামেলা নেই, নেই সময় নিয়ে তরকারি কষানোর ঝামেলা। তবে এই পিৎজা যে ইফতারিতেই খেতে হবে এমন কিন্তু না। আপনারা চাইলে সকালের নাশতায় খেতে পারেন, আবার রাতের ডিনারেও খেতে পারেন। যখন আপনাদের খেতে ইচ্ছে করে তখনই খেতে পারেন।

তৈরী করতে লাগছে -
- পাউরুটি ৪ টুকরো
- ডিম ৪ টি
- ০.২৫ কাপ করে ৪ রকমের সবজি
- ০.২৫ কাপ পেঁয়াজ
- কাঁচা মরিচ ১ টেবিল চামুচ
- লবণ ০.৫ চা চামুচ
- মোজারেলা চিজ
- ডিম সবজির মিক্সে ০.২৫ কাপ
- পিৎজার উপরে ০.৫ কাপ
- গোল মরিচের গুঁড়ি ০.২৫ চা চামুচ
- লবণ ০.৫ চা চামুচ

তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক পেজ https://fb.com/rumanaranna -এ শেয়ার করতে ভুলবেন না। আর এই রেসিপিটির ব্লগ পোস্ট আছে https://rumana.net/2534 ঠিকানায়।