পারফেক্ট বাটার ক্রিম ফ্রস্টিং

কেক ডেকরেশন মানেই ক্রিম দিয়ে ডেকরেশন। আর এই ক্রিমটা কিন্তু তৈরী করতে হয়। এই ক্রিমটাকে আমাদের ভাষায় বলে ফ্রস্টিং। ফ্রস্টিং অনেক রকমের হয়, এখন খুব কমন একটা ফ্রস্টিং তৈরী করে দেখাচ্ছি বাটার ক্রিম ফ্রস্টিং। হাতের কাছে যদি সব উপকরণ থাকে তাহলে খুব সহজেই এই ক্রিমটা তৈরী করে ফেলা যায়। শুধু দরকার একটু ধৈর্য্যের।

তৈরী করতে লাগছে -
- বাটার ২০০ গ্রাম (আন-সল্টেড)
- আইসিং সুগার ২ কাপ
- ঠান্ডা দুধ ০.৫ কাপ
- ভ্যানিলা অ্যাসেন্স ০.৫ চা চামুচ

আইসিং সুগার তৈরীর ভিডিও লিঙ্ক: https://youtu.be/KKwsrMpoUz0

তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক পেজ https://fb.com/rumanaranna -এ শেয়ার করতে ভুলবেন না। আর এই রেসিপিটির ব্লগ পোস্ট আছে https://rumana.net/2516 ঠিকানায়।