১০ বছরের শিশু নায়িব করিমকে বাঁচাতে এগিয়ে আসি

ছেলেটির নাম নায়িব করিম, বয়স ১০ বছর। প্রায় ২৮ মাস ধরে অচেতন অবস্থায় পরে আছে এপোলো হাসপাতালের আইসিইউতে। এখন একটু হাত পা নারাতে পারে, চোখ খোলে, কিন্তু কোনো জ্ঞান নাই। ভারতে নিয়ে ওর অসুখের সঠিক অনুসন্ধান করতে খরচ হবে আনুমানিক ৭০ লক্ষ টাকা। আপনারা যদি একটু সহায্য করতে পারেন, তাহলে আমার মনে হয় নায়েবের অসুখ সনাক্ত করা যাবে এবং ওকে সারিয়ে তোলা যাবে। আর্থিক সাহায্য পাঠাতে পারেন এই মাধ্যমগুলিতে -

ডাচ বাংলা রকেট নম্বর 017162255242
বিকাশ (personal) নম্বর 01716225524 (এটা মা নিতু জাহিদ-এর নম্বর)
বিকাশ (personal) নম্বর 01711807294 (এটা বাবা নুরুল করিম-এর নম্বর)

এছাড়া ব্যংকে টাকা পাঠাতে পারেন:
সঞ্চয়ী হিসাব নাম্বার 1048001962483
হিসাবের নাম: মোঃ নুরুল করিম
ব্যাংক: ন্যাশনাল ব্যাংক
ব্যাংকের রাউটিং নম্বর: 150262530
করওয়ান বাজার শাখা, ঢাকা
Swift code; NBLBBDDH

PayPal: [email protected]