প্রকৃতিক এনার্জি ড্রিঙ্ক বেল এর মিল্ক শেক

রোদের মধ্যে কাজ কর্ম করলে, ঘোরাফেরা করলে স্বভাবতই মাথা গরম হবে, শরীর ক্লান্ত হবে। আর এনার্জি ফিরে পেতেই এনার্জি ড্রিঙ্ক। আর এনার্জি ড্রিঙ্ক যদি প্রাকৃতিক হয়, তাহলে কোনো কথাই নেই, শুধু একটু কষ্ট করে তৈরী করে নিতে হবে।

তৈরী করতে লাগছে -
- বেল এর মাড় ২ কাপ
- দুধ ১ কাপ
- চিনি ০.৫ কাপ
- প্রয়োজন মতো বরফের টুকরো

বেল দিয়ে মাড় তৈরী করার জন্য বেল এর শরবতের ভিডিওটি দেখতে পারেন এই লিঙ্ক: https://youtu.be/YU8TYFVrYBY

তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক পেজ https://fb.com/rumanaranna -এ শেয়ার করতে ভুলবেন না। আর এই রেসিপিটির ব্লগ পোস্ট আছে https://rumana.net/2474 ঠিকানায়।

Music by Ikson - https://soundcloud.com/ikson