বেল এর শরবত - পাকস্থলীর বন্ধু

বেল একটি প্রাকৃতিক ফল যাকে আমরা বলছি পাকস্থলীর বন্ধু। পাকস্থলীর যাবতীয় সমস্যার এক প্রকৃতিক সমাধান এই বেল। আমরা কিন্তু বেল শুধু শুধু খেতে পারিনা। আর তাই নিয়ে এলাম একটা মজাদার বেল-এর শরবত রেসিপি।

তৈরী করতে লাগছে -
- বেল এর মাড় ২ কাপ
- বিট লবণ ০.৫ চা চামুচ
- চিনি ০.২৫ কাপ
- লেবু ১ টা
- বরফ ০.৫ কাপ
- পানি ২ কাপ

বেল সম্পর্কে জানতে এই লিঙ্কটি দেখতে পারেন: https://bn.wikipedia.org/wiki/বেল_(ফল)

তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক পেজ https://fb.com/rumanaranna -এ শেয়ার করতে ভুলবেন না। আর এই রেসিপিটির ব্লগ পোস্ট আছে https://rumana.net/2457 ঠিকানায়।

Music: AKMP
https://soundcloud.com/akmusicproductionsofficial