চিড়ার জর্দা পোলাও

আমি নিঃসঙ্কোচভাবে বলতে চাই আমি জর্দা পোলাওর জন্য পাগল। আমি বিয়ে বাড়িতে দাওয়াত খেতেই যাই শুধু মাত্র জর্দা খাওয়ার লোভে। কিন্তু কোনোকিছু খাওয়ার ইচ্ছা কি আর বলে কয়ে আসে। আর পোলাওর চালের জর্দা রান্না করা কিন্তু একটু হলেও সময় সাপেক্ষ, আর সেজন্যই এখন তৈরী করছি চিড়া দিয়ে জর্দা পোলাও। আর তৈরী করতে সময় লাগবে আধা ঘন্টারও কম।

তৈরী করতে লাগছে -
- চিড়া ২ কাপ
- ০.২৫ কাপ ঘি
- চিনি ১ কাপ
- কিসমিস ২ টেবিল চামুচ
- বাদাম ১ টেবিল চামুচ
- দারুচিনি ৮/১০ সেঃমিঃ
- এলাচ ২/৩ টি
- তেজপাতা ২ টি
- লেবুর রস ১ চা চামুচ

পরিবেশনের সময় যে গোলাপজাম দিয়েছি, তার রেসিপি ভিডিও: https://youtu.be/t4inUWSpc5E

তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক পেজ https://fb.com/rumanaranna -এ শেয়ার করতে ভুলবেন না। আর এই রেসিপিটির ব্লগ পোস্ট আছে https://rumana.net/2442 ঠিকানায়।

Music by Peyruis https://soundcloud.com/peyruis