চাইনিজ ক্যাবেজ ভাজি

জুকিনি দিয়ে চিংড়ি রান্নার পরে বেশ কিছু প্রশ্ন পেয়েছি কিভাবে চাইনিজ ক্যাবেজ রান্না করতে হয়। আমি এখন একদম দেশী স্টাইলে চাইনিজ ক্যাবেজ রান্না করে দেখাচ্ছি।

তৈরী করতে লাগছে -
- চাইনিজ ক্যাবেজ ১ কেজি
- পিয়াঁজ ০.৫ কাপ
- আলু ২০০ গ্রাম
- তেল ০.২৫ কাপ
- লবণ ১ চা চামুচ
- ধনে পাতা ০.২৫ চা চামুচ
- কাঁচা মরিচ ৫/৬ টি

তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক পেজ https://fb.com/rumanaranna -এ শেয়ার করতে ভুলবেন না। আর এই রেসিপিটির ব্লগ পোস্ট আছে https://rumana.net/2433 ঠিকানায়।

Music by Ikson - https://soundcloud.com/ikson