৫০ জন এতিমকে রান্না করে খাওয়ানোর মাধ্যমে এনজয় আমার রান্নাঘর-এর ১ লক্ষ সাবস্ক্রাইবার উৎযাপন

৫০ জন এতিম মেয়ে, জন্মের পর থেকেই এতিম খানায়। হয়তো কোনোদিন মা/বাবার চেহারও দেখারও সুযোগ হয়নি। গতকাল কামরুল ভাই'র চ্যানেল এনজয় আমার রান্নাঘর-এর ১ লক্ষ সাবস্ক্রাইবার পুর্তি উপলক্ষে আজ আমরা একটু অন্য রকমের একটি উদ্দ্যোগ নিয়েছিলাম, গিয়েছিলাম একটি এতিমখানায়। সেখানে আমাদের চ্যানেলের সাথে সম্পৃক্ত ছেলেরা রান্না করলো কাচ্চি বিরিয়ানি। ফুলের মতো মেয়েগুলি যে কি আনন্দে এক বেলা খেলো, এটা নিজে না দেখলে বিশ্বাস হবেনা।

আপনারা সবাই বাচ্চাগুলির জন্য দু'আ করবেন।