ধনেপাতার চাটনি | Bangla Dhone Patar Chatni

ধনেপাতার চাটনি তৈরী করা যেমন সহজ, খেতেও সেরকম মজাদার।

তৈরী করতে লাগছে -
- ধনে পাতা ২৫০ গ্রাম
- ৮/১০ টি কাঁচা মরিচ
- ৮/১০ টি রসুনর কোয়া
- লবণ ০.৫ চা চামুচ
- চিনি ১ চা চমুচ
- ফ্রিজে সংরক্ষণ করতে চাইলে ০.৫ চা চামুচ ভিনেগার দেবেন
- পরিবেশনের আগে সামান্য লেবুর রস

তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক পেজ https://fb.com/rumanaranna -এ শেয়ার করতে ভুলবেন না। আর এই রেসিপিটির ব্লগ পোস্ট আছে https://rumana.net/2385 ঠিকানায়।