কুইক রেসিপি কুক ২০১৭ - বিচারক ও প্রতিযোগিদের সাথে পরিচিতি

গত ২৬ তারিখে, বিচারক মন্ডলি এবং প্রতিযোগিরা ঢাকার একটি রেস্তোঁরায় মিলিত হয়েছিলাম একে অপরকে জানতে এবং পরিচিত হতে। সেই সাথে উদ্দেশ্য ছিলো প্রতিযোগিদের ছোটো খাটো টিপস্ দেয়া। চমৎকার একটি সময় কাটিয়েছি আমরা। আর এই ভিডিওটি তৈরী করেছি, দর্শকদের সাথে সকলকে পরিচিত করিয়ে দিতে।

বিচারক মন্ডলির চ্যানেল দেখতে এই লিঙ্কগুলিতে যেতে পারেন -
এনজয় আমার রান্নাঘর: https://www.youtube.com/c/enjoyamarrannaghor
ইজি রেসিপি বিডি নেটওয়ার্ক: https://www.youtube.com/c/EasyRecipeBDNetwork

Music by Ikson - https://soundcloud.com/ikson