সিম্পল শিম ভর্তা | Bangla Sheem Bhorta Recipe

ভর্তা ভাত হলে আমাদের আর কিছু লাগেনা। আর গতানুগতিক রুটিনের খাবারগুলি থেকে বের হয়ে আসার জন্য ভর্তার বিকল্প নেই। আর তাই এখন খুব সিম্পল একটা শিম ভর্তা তৈরী করে দেখাচ্ছি।

তৈরী করতে লাগছে -
- শিম ২৫০ গ্রাম
- বড় পিয়াঁজ ১ টি
- লবন
- শিম সেদ্ধ করতে ০.২৫ চা চামুচ
- ভর্তার সময় ০.২৫ চা চামুচ
- শুকনো মরিচ ৪/৫ টি
- সরিষার তেল ০.২৫ চা চামুচ
- ধনে পাতা ১ টেবিল চামুচ

তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক পেজ https://fb.com/rumanaranna -এ শেয়ার করতে ভুলবেন না। আর এই রেসিপিটির ব্লগ পোস্ট আছে https://rumana.net/2325 ঠিকানায়।

Music
Sunset Beach by Dizaro https://soundcloud.com/dizarofr
Visit http://dizaro.bandcamp.com