ব্রেড রোলস উইথ স্টাফড্ ভেজিটেবল | Bangla Recipe of Bread Rolls with Stuffed Vegetables

সব মা'দের রিকোয়েস্ট সহজভাবে বাচ্চাদের টিফিনের জন্য যেনো কিছু আইটেম করে দেখাই। সেজন্যই খুব সহজ একটা ভেজিটেবল রোল তৈরী করে দেখাচ্ছি, যেটা তৈরি করতে তেমন কোনো ঝামেলাই নেই। চেষ্টা করছি যতটুকু সম্ভব ডিটেইল দেখাতে যাতে করে দর্শকদের তৈরী করতে কোনোরকমের কনফিউশন না হয়। এই রোলটি তৈরী করে কিন্তু ফ্রিজে রাখা যাবে অন্তত ১ মাস। আর যখন প্রয়োজন হবে ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই হয়ে গেলো। চলুন তাহলে ব্রেড রোলস উইথ স্টাফড্ ভেজিটেবল তৈরী করা দেখি।

তৈরী করতে লাগছে -
- প্রয়োজন মতো পাউরুটি
- বাঁধাকপি ৩ কাপ
- গাজর ১ কাপ
- কাঁচা মরিচ ৩/৪টি
- পিঁয়াজ ০.২৫ কাপ
- তেল ২ টেবিল চামুচ
- সয় সস ১ টেবিল চামুচ
- গোল মরিচের গুঁড়ি
- ডিম ফেটতে ০.৫ চা চামুচ
- সবজি রান্না করতে ০.৫ চা চামুচ
- চিমটি পরিমাণ চিনি
- টমেটো সস ১ টেবিল চামুচ
- ডিম ১ টি (পাউরুটি বেশী হলে ডিম বাড়াতে হবে)
- প্রয়োজন মতো ব্রেড ক্রাম্ব

ব্রেড ক্রাম্ব তৈরীর রেসিপির ভিডিও লিঙ্ক: https://youtu.be/LwhcJY0qPc4
ভিডিওটি দিয়েছে এনজয় আমার রান্নাঘর চ্যানেলের কামরুল ভাই

তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক পেজ https://fb.com/rumanaranna -এ শেয়ার করতে ভুলবেন না। আর এই রেসিপিটির ব্লগ পোস্ট আছে https://rumana.net/2293 ঠিকানায়।

Music:
Sunset Beach by Dizaro https://soundcloud.com/dizarofr