লেফট ওভার ভাত, মাংস ও সবজি দিয়ে ঝটপট ভাত ভাজি | সকালের নাশতা

একটা সম্পুর্ণ দেশীয় স্টাইলে ফ্রাইড রাইস করে দেখাচ্ছি, মানে ভাত ভাজি। নানারকম সবজি, লেফট ওভার ভাত, মাংস ও ডিম। একদম কম্প্লিট একটা মিল। এক রান্নাতেই সব দিয়ে দিচ্ছি, তাই খাওয়ার সময় অন্য কিছু লাগছেনা সাথে। ১০ মিনিটে তৈরী করবেন, খেয়ে দিনটা শুরু করবেন।

তৈরী করতে লাগছে
- ২ কাপ ঠান্ডা ভাত
- ডিম ১ টি
- পিয়াঁজ কুচি ০.৫ কাপ
- গাজর ০.৫ কাপ
- পিয়াঁজ কলি ০.৫ কাপ
- বাঁধা কপি ০.৫ কাপ
- ০.৫ কাপ মাংস
- ৬/৭ টি কাঁচা মরিচ
- ২ টেবিল চামুচ রান্নার তেল
- ০.৫ চা চামুচ গোল মরিচের গুঁড়ি
- সামান্য ধনে পাতা কুচি

তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক পেজ https://fb.com/rumanaranna -এ শেয়ার করতে ভুলবেন না। আর এই রেসিপিটির ব্লগ পোস্ট আছে https://rumana.net/2233 ঠিকানায়।