স্পাইসি গার্লিক প্রণ | Bangla Spicy Garlic Prawn Recipe

আমার কুইক মিল রেসিপি সিরিজে এখন দেখাচ্ছি স্পাইসি গার্লিক প্রণ তৈরী করে। চিংড়ি রান্না করতে অনেকেই অভিযোগ করেন যে কারও চিংড়ি শক্ত হয়ে যায়, আবার কারও চিংড়ির ভেতরে ভালোভাবে কিছু ঢোকেনা। আমি আশা করছি আমার এই প্রসেস ফলো করে রান্না করলে রান্না যে কত পারফেক্ট হয়, বুঝতে পারবে।

তৈরী করতে লাগছে -
- চিংড়ি মাছ ৫০০ গ্রাম
- রসুন কুচি ১ টেবিল চামুচ
- আদা কুচি ০.৫ চা চামুচ
- সয় সস ১ টেবিল চামুচ
- ওয়েস্টার সস ১ চা চামুচ
- শুকনো মরিচ ৫/৬ টি
- টমেটো সস ১ চা চামুচ
- গোল মরিচের গুঁড়ি ০.৫ চা চামুচ
- চিনি ০.৫ চা চামুচ
- রান্নার তেল ০.২৫ কাপ

Easy Recipe BD Network চ্যানেলের
চিলি ফ্লেক্স তৈরীর রেসিপি: https://youtu.be/KE2Ztl8g2Lg

তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক পেজ https://fb.com/rumanaranna -এ শেয়ার করতে ভুলবেন না। আর এই রেসিপিটির ব্লগ পোস্ট আছে https://rumana.net/2175 ঠিকানায়।

Sunset Beach by Dizaro https://soundcloud.com/dizarofr