মাইক্রোওয়েভ ওভেনে চিজ কেক | Bangla Cheese Cake recipe in Microwave Oven

মাইক্রোওয়েভ ওভেনে কেক তৈরী করা যায়না বলে কিন্তু আমাদের অনুতাপের শেষ নেই। এখন আমি এই মাইক্রোওয়েভ ওভেনেই একটা চমৎকার চিজ কেক তৈরী করে দেখাচ্ছি। এই কেকটা তৈরী করা যেমন সহজ, খেতেও তেমনই মজা। চলুন তৈরী করার প্রসেসটি দেখি।

তৈরী করতে লাগছে -
- বিস্কিটের গুঁড়ি ২ কাপ
- ডিম ১ টি
- ক্রিম চিজ ১ কাপ
- হেভি ক্রিম ১ কাপ
- ভ্যানিলা এসেন্স ০.৫ চা চামুচ
- চিনি ০.৫ কাপ
- বাটার ৬ টেবিল চামুচ

ক্রিম চিজ রেসিপির ভিডিও: https://youtu.be/DnBjNc9v9h4
হেভি ক্রিম রেসিপির ভিডিও: https://youtu.be/nllVMBQpgd0

তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক পেজ https://fb.com/rumanaranna -এ শেয়ার করতে ভুলবেন না। আর এই রেসিপিটির ব্লগ পোস্ট আছে https://rumana.net/2167 ঠিকানায়।

Music by Ikson - https://soundcloud.com/ikson