গাজরের সন্দেশ | Bangladeshi Gajor Sandesh Recipe

আমাদের মিষ্টির দোকানগুলিতে পাওয়া যায় এই গাজরের সন্দেশ। খেতে যে কত মজা এটা একবার যে খায়নি সে বলতে পারবে না। আমার দর্শকদের কাছ থেকে অনেক অনেক অনুরোধ পেয়েছি এই রেসিপিটি তৈরী করে দেখানোর। গাজরের মৌসুম চলছে তাই তৈরী করে দেখাচ্ছি পারফেক্ট গাজরের সন্দেশ।

তৈরী করতে লাগছে -
- গাজর ৪ কাপ
- কন্ডেসড মিল্ক ১ কাপ
- ক্রিম চিজ ১ কাপ
- তেজ পাতা ২ টি
- ঘি ০.২৫ কাপ
- এলাচের গুঁড়ি ০.৫ চা চামুচ

ঘরে ক্রিম চিজ তৈরী করার ভিডিও লিঙ্ক - https://youtu.be/DnBjNc9v9h4

তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক পেজ https://fb.com/rumanaranna -এ শেয়ার করতে ভুলবেন না। আর এই রেসিপিটির ব্লগ পোস্ট আছে https://rumana.net/2144 ঠিকানায়।

Music:
Sunset by Jorm https://soundcloud.com/iamjorm