ক্যারট কেক | Bangla Carrot Cake Recipe | গাজরের কেক

একটা দারুন কেক তৈরী করে দেখাচ্ছি শীতকালীন একটা সবজি গাজর দিয়ে। এই ক্যারট কেক কিন্তু বিদেশে অনেক জনপ্রিয় এবং তৈরী করাও ভীষণ সহজ।

তৈরী করতে লাগছে -
- ময়দা ২ কাপ
- গাজর ৩ কাপ
- ডিম ৩ টি
- চিনি ১.৫ কাপ
- রান্নার তেল ১ কাপ
- খাওয়ার সোডা ১ চা চামুচ
- ভ্যানিলা অ্যাসেন্স ১ চা চামুচ
- লবণ ০.৫ চা চামুচ
- লেবু/কমলা লেবুর রস ১ টেবিল চামুচ
- সামান্য লমন জেস্ট
- কিসমিস ২ টেবিল চামুচ (ঐচ্ছিক)

তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক পেজ https://fb.com/rumanaranna -এ শেয়ার করতে ভুলবেন না। আর এই রেসিপিটির ব্লগ পোস্ট আছে https://rumana.net/2125 ঠিকানায়।

Music: Sunset Beach by Dizaro https://soundcloud.com/dizarofr