জেলোটিন পরিচিতি

জেলো বা জেলোটিন আমরা বিভিন্ন ধরণের ডেসার্ট তৈরী করতে ব্যবহার করে থাকি, এমন কি জেলোটিন দিয়েই একরকম ডেসার্ট তৈরী করে খাওয়া যায়। কিন্তু জেলোটিন নিয়ে সঠিক ধারণা না থাকায় অনেকেই এটা খাবো কি খাবোনা, এই চিন্তায় থাকি। সুপারস্টোরে জেলোটিনের একটা পসরা দেখে মনে হলো এই ভিডিওটা করা উচিৎ। আশাকরি জেলোটিন নিয়ে যাদের কনফিউশন ছিলো, তা অনেকটাই পরিস্কার হবে।