হোটেলের স্টাইলে ফিশ কারি | Bangla Hotel Style Fish Curry Recipe | Pomfret

"মাছে ভাতে বাঙ্গালী"

সাদা ভাত, মাছের তরকারি আর সাথে একটা ভর্তা। আমার মনে হয়না বাঙ্গালীদের এর চাইতে ভালো কিছু খেতে দিয়ে ইম্প্রেস করা সম্ভব। আমার চ্যানেলে আমি বরাবরই ট্রেডিশনাল রেসিপিগুলি তুলে ধরার চেষ্টা করছি এবং তারই ধারাবাহিকতায় এখন দেখাচ্ছি দেশীয় হোটেল স্টাইলে ফিশ কারি রেসিপি।

তৈরী করতে যা যা লাগছে (আমি এখানে ৫০০ গ্রাম ওজনের দু'টি রূপচাঁদা মাছ নিয়েছি, এবং সেই অনুপাতে সমস্থ উপকরণ দিয়েছি। আপনারা যে মাছ দিয়েই এই রান্নাটি করেন, উপকরণগুলির পরিমাণ এরকমই থাকবে):

- মাছ ৫০০ গ্রাম
- শুকনো মরিচের গুঁড়ি: মাছ ভাজতে ০.৫ চা চামুচ, মাছ রান্না করতে ১ চা চামুচ
- হলুদের গুঁড়ি: চিমটি পরিমাণ মাছ ভাজতে এবং চিমটি পরিমাণ মাছ রান্না করতে
- ধনে গুঁড়ি: ০.৫ চা চামুচ মাছ ভাজতে, মাছ রান্না করতে ১ চা চামুচ
- লবণ: মাছ ভাজতে ০.৫ চা চামুচ, মাছ রান্না করতে ১ চা চামুচ
- রসুন বাটা: মাছ ভাজতে ০.৫ চা চামুচ, মাছ রান্না করতে ১ চা চামুচ
- আদা বাটা: মাছ ভাজতে ০.৫ চা চামুচ, মাছ রান্না করতে ০.৫ চা চামুচ
- তেল: ০.৫ কাপ মাছ ভাজতে, মাছ রান্না করতে ০.৫ কাপ
- পেঁয়াজ কুচি ১.৫ কাপ
- গোটা জিরা ১ চা চামুচ
- টমেটো ০.৫ কাপ
- কাঁচা মরিচ ৫/৬ টি
- ভাজা জিরা গুঁড়ি ১ চা চামুচ

তৈরী করে আমাদের ফেসবুক পেজ https://fb.com/rumanaranna -এ আপনার অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না। আর এই রেসিপিটির ব্লগ পোস্ট আছে http://rumana.net/1569 ঠিকানায়।